বুধবার ১৬ নভেম্বর ২০২২ - ১৯:৫৮
আয়াতুল্লাহ মুসাভি জাযায়েরী

হাওজা / একজন ছাত্রর জন্য পড়াশুনার পাশাপাশি তাকওয়াও থাকতে হবে কারণ তাকওয়া ছাড়া জ্ঞান অন্ধকার এবং কোন কাজে আসে না।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ মুসাভি জাজেরি বলেছেন: একজন ছাত্রর জন্য পড়াশুনার পাশাপাশি তাকওয়াও থাকতে হবে কারণ তাকওয়া ছাড়া জ্ঞান অন্ধকার এবং কোন কাজে আসে না।

উক্ত সভায় মাদ্রাসা ইলমিয়া আল গাদীরের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মহসিন হায়দারী এই মাদ্রাসার রিপোর্ট পেশ করেন এবং মাদ্রাসা ইলমিয়া আল গাদীরের শিক্ষক-শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

আয়াতুল্লাহ মুসাভি জাযায়েরী বলেছেন: একজন ছাত্রকে আলেম হওয়া উচিত, অর্থাৎ এমনভাবে লেখাপড়া উচিত যাতে সে সমাজের প্রয়োজনে সাড়া দিতে পারে।

তিনি আরো বলেন: একজন ছাত্রকে পড়ালেখার সাথে সাথে আত্ম-শৃঙ্খলা ও তাকওয়ার প্রতি মনোযোগী হতে হবে, কারণ তাকওয়া ছাড়া জ্ঞান অন্ধকার এবং কোন কাজে আসে না।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha